তরুন গাছের নবীন ডালে
কচি পাতার জাগরনে,
সূর্যোদয়ের রক্তিম আভা
এখানে জাগে জীবনের প্রয়োজনে।


বৃষ্টি সিক্ত নরম মাটিতে
দোয়েল খাদ্য খোঁজে,
শিমুল ডালে জোড় ফিঙে
জীবনের হিসেব কষে।


ঘাস ঢাকা পথে কখনো বিকেলে
প্রমিলারা হেটে চলে,
ঝিলের জলের ছোট ছোট ডেউ
উৎসব জেগে তোলে।


এখানে মানুষ সুখ-শোক-প্রেম
প্রকৃতিকে খুলে বলে,
নতুন আশায় নিরাশা মাড়িয়ে
জীবন তরী চলে।