আমি একটু ভিন্ন এমন কিছু না সত্যি বলতে আমি ব্যাক্তিত্বের বিবেচনায় সম্পূর্ণই ভিন্ন, আমি পৃথিবীতে ভূমিষ্ঠ আমিও জন্মেছি আর পাঁচটা মানবের মতো।
তবে আমি ভিন্ন এমন এক দূরত্ব আর অতুল এক চিন্তাধারণায় যা এখনকার শতভাগ নকল মুক্ত ভেজাল সমাজের অন্ধ দৃষ্টিতে বিকৃত মনোভাব আর উন্মাদ মস্তিষ্ক নিয়ে।
আমি মিথ্যাকে প্রশ্রয় দেই নিজেকে বাস্তব প্রমাণিত করতে গিয়ে আমি মিথ্যুক তবে আমি নিজে মিথ্যা নই, আমি নির্ভুল নই-
আমিও আমাকে বাচঁতে চাওয়ার প্রত্যাশা রাখি তাই আমার ইচ্ছায় আমি অনিচ্ছাকৃত ভুল করি।
আমি হিংস্র তবে আমি অস্তিত্ব টিকিয়ে রাখতে হিংস্রতার চরম পর্যায়ে। হ্যা আমি বেয়াদবি করি তবে আদব ব্যাতিত ব্যাক্তির সাথেই -আমি ভালোই আছি আমার নিজের কাছে।
আমি জানি আমি বিশ্বাসঘাতক অবিশ্বাসের শহরে,আমি জানি হিংসাত্মক চরিত্র এই প্রতিহিংসার আলোকিত প্রহরে।


আমি  সাধারণই তবে অংশ রাখি অসভ্য সেজে,আমি অমানবিক নির্যাতনকারী মানবতাহীন পরিবেশে,
আমি চিরন্তন তবে আমি বাস্তব জীবনে খলনায়ক চরিত্রের  অভিনেতা -
শুধু অভিনয় করে যাই  বেঁচে থাকার স্বপ্ন নিয়ে অমানুষের সাম্রাজ্যে মানুষের মুখোশে।


|~মানুষের মুখোশে~
__ধ্রুব এ. সরকার