বাংলা ভাষার মানুষ আমরা
বাঙ্গালী আমরা ভাই,
আজ যা শুধু নামের গুণেই
কাজে কিন্তু নাই।


মুখে মোদের মডার্ন শব্দ
আই মিস ইউ ডিয়ার
এই শব্দের বাংলাই জানিনা..!
জেনেই বা কি হবে আর..?


নজরুল, জসিমউদ্দিন, কায়কোবাদ
শুধু তো বইয়েই শোভা পায়
বই বা ক`জন পড়ে আজকাল
মোবাইল, ইন্টারনেটেই তো দিন যায়..!


বাঙ্গালিয়ানার পরিচয় এখন শুধু
পান্তা ইলিশের নববর্ষ
ইতিহাস কিন্তু অনেকের অজানা
জানা শুধুই এর সারাংশ।


সংস্কৃতি এখন টাইটানিক আর
কিছ কিছ ছে পেয়ার কারু
বাঙালরা তাই বাংলাতে নয়
পরভাষ্যতেই আজ নতজানু।


এখনো সময় বাংলা চেনো
বোঝো বাঙালিয়ানার মর্ম,
বাংলাই শ্রেষ্ঠ, বাংলাই সেরা
বাংলাই হোক ধ্যান, জ্ঞান, কর্ম।