দেখো ভাই,  দেখো দৃশ্য-বিশ্বপটে,
পূর্বাণী বলো, পশ্চিমী বলো,
উত্তর দক্ষিণেও সব একই বটে।


এক হবে না কেন ভাই.!
সবকিছু সৃষ্টি তো একজনেরই  হাতে
তিনি যে, মোদের মালিক সাঁই!


কৃষ্ণাঙ্গ বলো, শ্যামলা বলো
ধবলা হোক বা যেমনি
সবার জন্মসূত্রই কিন্তু
ফোঁটা তরল পানি!


তবে কেন এতো ভেদাভেদ ভাই
কেন এতো হানাহানি
সবার উপর মানুষ সত্য
আমি নয় ভাই, এযে কবি মণিষীদের বানী।


আমি নই বড়, নয় কিন্তু বড় তুমি
তবে কেন ভাই আমরা হবো,
একে অন্যের পুজারী-পূজারিণী..?


সৃষ্টি যার মালিক যিনি
উপাসনা  তার তরেই শুধু কাম্য
তবেই হবে এক ধরনীর একাত্মতা
মানুষে মানুষে সাম্য....