শস্য শ্যামলা সবুজ শুফলা
ধরনীর বুকে যে দেশ
রুপ মাধুর্য্যে নেই তার তুলনা
সে-যে মোদের প্রিয় বাংলাদেশ।


চারিদিকে যার সবুজ বিছানা
ধানের ক্ষেতের ছবি
সরষে ফুলের কলিতে কলিতে
ভ্রমরের উড়াউড়ি।


ভোরের ঘাসের শিশির কণা
মিষ্টি রোদের হাঁসি
পদ্মা, মেঘনা, ডাকাতিয়া আর
যমুনার জলরাশি।


ভাটিয়ালীর সুরের টানে
পালের নৌকার চল
হৃদয় জুড়ানো ঢেউয়ের খেলা
বাংলা মায়ের আঁচল।


ধানের শীষে বাতাসের দোল
কৃষকের মাতোয়ারা মন
পাবেনা কেউ অন্য কোথাও
এযে বঙ্গমায়ের ধন..!


যতই খোঁজ পাবে নাকো তুমি
পরিপাটি মোরা বেশ
সকল দেশের সেরা এ যে
মোদের প্রিয় বাংলাদেশ।