রাখাল ছেলে অনির্বাণ,
হাতে চিকন বাঁশের বাঁশি,
কন্ঠে সুরের কলতান।


সকাল শুরু তার মাঠ বাদারে
প্রকৃতির সাথে সুর্যস্নানে
শিশির ভেজা ফুলেল ঘাসে
ভালোবাসা তার অফুরান।
এ-যে রাখাল ছেলে অনির্বাণ!


দুচোখে তার বিমুগ্ধ গ্রাম বাংলা
স্বপ্ন একে যায় দিন রাত্রি
বাঁশির সুরে গুঞ্জন তুলে সে
নিজেও সে সুরে অস্হির অপূর্বাণ।
এ-যে  রাখাল ছেলে অনির্বাণ..!


ঝিরিঝিরি সাঝের বাতাস
মেঘহীন ওই মুক্ত আকাশ
সুরের মোহনায় আজ তারাও প্রায়
বিচরিত, বিমহিতো মুগ্ধমাণ


কে সে, কি তার নাম..?
প্রকৃতির উত্তর অন্য কেউ নয় গো
এযে আমাদের রাখাল ছেলে অনির্বাণ...!