ওহে ধরিত্রীর মানবজাতী
সৃষ্টির সেরা জীব
চলায় চমৎকারে কেন যেন আজ
তুমি বড়ই আজিব....!
নম্রতা আর সভ্যতায় তুমি
মানুষ নওতো বটে
আধুনিকতার ছোঁয়ায় তুমি
লজ্জাকে তুলছো হাঁটে..!
কাপড়ে তুমি সাজো পরিপাটি
অন্তর কলুষিত পাপে
পাপ যত করো লুকিয়ে ছুপিয়ে
লাভ নেই, পুড়তে হবে সত্যের তাপে।
ফেসবুক, ইউটিউব আর টুইটারে তুমি
সস্তা ভিউর আশায়
অসভ্যতা আজ সিমাহীন রুপে
ধর্ম, সংস্কৃতিও তাই দোটানায়।
আদিম যুগে মানুষ এতো
ছিলোনা কিন্ত পরিপাটি
তবে কর্ম, আচরণে তারাই ছিলো
নব্যতার চেয়েও খাঁটি।
এখনো সময় জানো বোঝো
সভ্যতা, নম্রতা কয় কারে
জানো তো, এপাড় তোমার ক্ষনিক সময়
জবাবদিহিতা কিন্তু ওপাড়ে।