ভুলে কি গেছি আমরা তাদের
অ, আ শব্দপ্রেমে আত্মত্যাগ যাদের.?
ভুলে কি গেছি ছেলেহারা সেই মাকে
যার সন্তানের রক্তে মাখা কালিতে লিখ্য
মাতৃভাষা আর মায়ের কাব্য গানের..?


ইংরেজী ভাষা যেন স্টাইলিস আজ
বাংলা বড়ই বেমানান,
সংস্কৃতি আজ হ্যাপি নিউ ইয়ার
বঙ্গবাদীরা তাই বোকার সমান।


রফিক, সফিক, জব্বার, বরকত
এযুগে ক'জনই জানে কে তারা
আদর্শ তো এখন সবার কাছে
নিউটন আর আইনস্টাইনরা।


দেশপ্রেম এখন জাগে মোদের
২৬মার্চ, ১৬ ডিসেম্বরে
মুক্তিযুদ্ধ হয়েছে কত বঙ্গাব্দে
দেখি ক'জন বলতে পারে..!


২১ ফেব্রুয়ারী বাংলা ভাষা দিবস
শুনেছি, শুনছি চতুর্দিক,
প্রশ্ন তোমাদের সবার কাছে
দিনটা ছিলো বাংলা সনের কত তারিখ.?