মেঘেদের বিশ্বে আমিও আছি—
আমারও আছে একফালি খুনি মেঘ!
সমস্ত প্রহর-জুড়ে এখানকার আকাশে
একটা নীল সূর্য অবিরাম জ্বলে।
অমন কাতর জ্বালে জ্ব'লে জ্ব'লে যবে
মানবিক এই শরীর থেকে
বালির ন্যায় ঝরতে শুরু করে
মাসুম্ গোশতগুলো?
তবে বিধাতার জলে কাকভেজা হয়ে
ফের এক পশলা সহজ হয়ে উঠি।


•|১৯কার্তিক ১৪২৮|•