সিন্ধু বিন্দুর খাটো ছোটো গণিতে
ফোঁটায় ফোঁটায় যত্নে জমানো মোমের
উদ্যত অনলে, কাষ্ঠ দাহিত
বুড়োবুড়ো খড়খড়ে দুঃখগুলোয়
কয়েক চা চামচ অশ্রু মিশিয়ে..
আমার এই নির্ভীক দুটো হাতের মুঠোয়
খেজুর গুড়ের ন্যায় গোলা বানিয়ে
প্রত্যহ দু-বেলা চেখে দেখি অল্প অল্প!


আহা কি অম্লান স্বাদ
তুমুল তুলতুলে বিষাদ
শিথিল সুনীল নির্যাস!
দিব্যি কোনো তিক্ততা নেই
কোনো নেই এতটুকু যাতনা।
শুধু বিব্রত মনে নিখাদ ফাগুনে
আছি আমি তাঁর ভীষণ বিহনে মত্ত।
আর ক্রমান্বয়ে রোজ এভাবেই চুষছি
খুব নাদান নরম মিঠা মিঠা গোল বিষাদ।


•|১৭ ফাল্গুন ১৪২৭|•
বাংলাবাজার,লোহাগাড়া,চট্টগ্রাম।