কাল মহাকাল ধরে পরাভূত সময়ের নির্মম দাবানলে দাহিত
নিষ্প্রভ অমীমাংসিত সেই অন্তঃসারশূন্য গড়পড়তায়
মূক পৃথিবীর সমস্ত যবে চুপ,যবে শব্দরা সবে হতাহত;
তোমার আমার যমজ আকাশটুকুর ঐ উচ্ছিষ্ট প্রতিবিম্ব
অবিদিত এই শুনশান শহরে দুজনার পরমাত্মীয় জানালায়
অবাঙ্মুখ হয়ে ঝুলে থাকে রোজ যেন নির্লিপ্তিই তার অভিপ্রায়।
কিম্ভূত শুয়ে শুয়ে বিমূর্ত চোখে এসব আমি দেখে যাই রাতভর
কোটি কয়েক বন্য তারা হন্যে হয়ে বিঁধে রয় আমার পাঁজরের পর।