বরফ হিম আবছা রাত্তির, নিখাদ বনের ছন্দ
আমার কাঁধে যে শালের মতো আপন তুমির গন্ধ!


সেতারের মতো পা'দুটো যেনো শিশিরগ্রাহি ছাতি
শীত তথাপি ঢের বাকি তবু নিথর কাতর কাঁপি।


এইবার না'ও ফিরতে পারি! জ্বলবে বারুদ বাতি;
শিশি ভরতি শূন্যতা গিলে বনে যাবো লোনা তিমির।