করুণ মৃত্যুশয্যায় ধূমপানরত একটা লোকের
কম্পমান ঠোঁটের খাঁজে সেঁটে ধরা নিদারুণ দম্ভে পুড়তে থাকা
তাঁর খুব প্রিয় ব্র্যান্ডের আধখানা একটা সিগারেট আমি!
অদ্যাবধি যেই তাম্রাভ ঠোঁটদুটো আমায় পুড়িয়ে কেবলই ওড়াচ্ছিল ধোঁয়া?
পলকে সেই ঠোঁটদুটো নিথর নিষ্কম্প হয়ে গেলেও নির্জনে তবু পুড়তে থাকি!
যতক্ষণ অবধি বিশালকায় একটা দাবানল পারে পুড়তে।