নিন্দা


অন্যকে কালো বলে ফেলফেলাই,
অন্ধ বলে কলকলায় ।
চোর বলিয়া ধরিয়ে দিই ,
দূর্বল বলিয়া ফিরিয়ে দিই।


অসহায় বলিয়া ছোট করি,
মন্দকে আমরা মনে ধরি।
খাটো বলিয়া দূরে সরাই ,
দিনমজুর বলিয়া লাথি মারি।


যখন আমরা এসব করি !!
কখনো ভেবেছি কি?? তখন তাদের কি হয়!!


সরল মনে আঘাত পাই,
মনটা তখন ভেঙ্গে যায়।
অধিকার থেকে দূরে থাকে ,
বুকের ব্যথা চাপিয়ে রাখে।
মনটা তাদের ছোট হয় ;
দারুণ কষ্ট এ মনে রয়।
অন্যের চোখ পড়লে আড়াল করে;
সাহসটাকে দূরে ঠেলে।
পরাজয়কে মেনে নিয়ে ,
চোরের মতো লুকিয়ে থাকে।
অন্যের কথায় কান রাখিয়া
ভবিষ্যৎকে অন্ধকার দেখিয়া ,
বাধ্য হইয়ে নিজের আত্মবিশ্বাস হারায়।
নিজ আনন্দকে তুচ্ছ করিয়া ,
অন্যের আনন্দকে বড় দেখিয়া ,
মৃত্যু দেশে যাত্রা করে ।


তাই যখন দেখিব সংঘাত ;
তখন করিবো তার প্রতিবাদ ।
কাপুরুষ থেকে পুরুষ হবো।
বীরের মতো নির্ভীক হবো।


পরিশেষে বলি ,
নিন্দাকে তুচ্ছ করিয়া উন্নত করিবো শির ,
অত্যাচারের প্রতিবাদ করিয়া মনকে করিবো স্থির।
ঈশ্বরকে সাক্ষী রাখিবো মোদের প্রতি কাজে ;
জয়ের ডঙ্কা যেন মোদের মনে বাজে।
তাহলে,
দেশ হবে উন্নত ,
জাতি হবে মহান ,
বিশ্বের বুকে আনত হবে
মোদের সম্মান।