আম দেবে গো!আম?
কিনবো আমি যতই হোক দাম।
আম যে আমার বেজায় লাগে
আম খেতে সদা সাধ জাগে।
আম বাগানে হোক না বাড়ি
আম খাবো আমি ভুড়ি ভুড়ি।
যত দেবে তত নেবো,
আমগুলো সব চিবিয়ে খাবো।
আমের গন্ধে মন মাতোয়ারা,
যখন পাবো তখন খাবো যদিও থাকে পেটভরা।
আম দেবে গো!আম?
আমে যে মিশে আছে প্রাণ।
দাও না কয়েক ডজন
আম দিয়েই সারতে চাই আমার আজকের ভোজন।