অহংকার হয় অহংকারীর সম্বল
অহংকারই দুর্জয়ের রিপু,
এই অহংকারের কারনেই
বধ হলেন হিরন্যকশিপু।


অহংকার কখনোই দেবেনা
মাথা নত করতে,
প্রান যায় যাক তবু
সাহায্য নেবে না কারোর হাত হতে।


হাতে কিছু টাকা
আর যদি থাকে বাড়ি গাড়ী,
সৃজনশীল প্রতিভাবান
আর কিছু ক্ষমতার অধিকারী।


সেই ব্যক্তি না চিনে
বন্ধুবান্ধব, না মানে বিধাতা,
নিজেকেই ভাবে সৃষ্টির সেরা
ধরার মাঝে সে সাজে সর্বদা কর্তা।


ঝগড়াঝাটি, মান-অভিমান
অথবা রাজনৈতিক হট্টগোলে,
নিজের দোষ থাকলেও সে করেনা মাথা নিচু নিজের মান যাবে বলে।


অহংকারী ব্যক্তি তুমি
নিজের দোষ করো স্বীকার,
আত্ম সম্মান বোধ শুধু অহংকারী  নয় তোমার
সেটা প্রতিটি ব্যক্তির জন্মগত অধিকার।