আপন পর নিয়েই এই পৃথিবীটা চলে,
পর কখনো হয় না আপন এ কথা যে সবাই বলে।
পরতো পর ই হয় একথা কি ঠিক?
সবক্ষেত্রে  না হলেও অনেকক্ষেত্রেই তা সঠিক।


হতে পারিনি আপন কারোর হয়েছি শুধুই পর,
আপন হওয়ার এই চেষ্টা কি করবো হাজার বছর?
হতে পারিনি কেন আপন কারোর বুঝিনি এখনো তার অর্থ,
কারো মনের কথা জানতে আজ আমি তাই ব্যর্থ।


নিজের মনের কথাই কেবল বলেছি সবার কাছে,
কারো মনের কথা শোনার মতো সাধ্য কি আর আমার আছে?
এ জীবনে সবাইকে ভেবেছি নিজের লোক,
হয়নি তারা আপন হয়েছে শুধুই বিশ্বাসঘাতক।


আপন সেজে হয়েছে যারা বেইমান,
ভাবিনি এভাবে দেবে তারা আমায় প্রতিদান।
এক কথায় সবার করেছি সবাইকে বিশ্বাস,
বেইমানদের ফাঁদে আর পরবো না থাকতে এই নিশ্বাস।