নারী সেই তো হয় ছলনাময়ী,
গাম্ভীর্যে পরিপূর্ণ সে রহস্যময়ী।
হঠাৎ এ রুপ হঠাৎ ও রুপ,
ছলনার রুপটাই অপরুপ।


হতে পারি আমিও নারী,
তাই বলে কি বিচার করতে নারি??
হিংসা,বিদ্বেষে পূর্ণ হৃদয় যার,
সুখ সে পাবে কি করে আর?


অন্যের দোষ ধরতে সে পটু,
পেলে অমনি বলে দেয় কথা এক কটু।
নিজের বেলায় ধোয়া তুলসী,
অন্যের বুঝি দোষে ভরা কলসী!!!


অন্যের রোগে শোকেও মন কাঁদেনা যার,
নিজে নাকি সৎ এই ভাবনা তার!!!
মানুষ বলে দাবি করে সে বুক ফুলায়,
এই সব লোক দেখলে মরি আমি লজ্জায়।


অন্যের কাছে সাজতে ভালো করে সে কত নাটক,
সিসিটিভি দিয়ে তুলতে হয় তাদের ফটোক।
পারতাম যদি এ রুপ করতে বের সভার সামনে থেকে,,
হয়তো বাঁচতো অনেক পরিবার ছলনাময়ীর প্রকোপ থেকে।