চুরাশিলক্ষ যোনী পরে       এ ভব সংসারে
           পেলাম দুর্লভ মানবজীবন।
মাতৃজঠরে সপ্তম মাসে       ভগবান দর্শন দিলেন এসে
          করিলাম মিনতি পেয়ে শ্রীচরণ।


হে প্রভু,হে পরমেশ্বর        শপথ নিলাম হে মহেশ্বর
         যদি পাই পরিত্রাণ হতে মাতৃজঠর,
সদা হরি ভজিবো           তব সেবা,কীর্তনে মজিবো
         জীবন বিলাবো হয়ে তব দাসের অনুচর।


যবে হলাম ভূমিষ্ঠ          সাথেসাথেই মায়া করলো আবিষ্ট
             ভুলিলাম কে তুমি ভগবান?
স্বজনের আদরের মায়ায়     কিঞ্চিৎ ব্যাথায় আগলায়
       এরাই বুঝি বাঁচার শক্তি,আমার প্রাণ!


এবার পড়াশোনায় মজে       ছোটাছুটি চাকরির খোঁজে
             বিবাহবন্ধনে হলাম বদ্ধ,
সংসারের নানা ঝামেলা        ছেলে-মেয়ের যত্ন নেয়ার পালা
          সংসারে হয়েছি শৃঙ্খলাবদ্ধ।


ছেলের দিলাম বিয়ে          রয়েছি নাতি-নাতনি নিয়ে
          হাজার রোগে জর্জরিত শরীর,
দুর্বল হইলাম ক্রমে           এতদিন ছিলাম ভ্রমে
         কেন চিন্তা আসিলোনা হরির?


কে আছে আমার           এ যে মায়ার সংসার
          প্রাণ গেলে কেউ কারো নয়,
এখন আসেনা মুখে নাম     কি করে যাবো ভগবদ্ধাম
          সঞ্চয় হলো না কিছুই বৃথা গেলো সময়।


সময় থাকতে করো ভজন      সদা করো হরিস্মরণ
          মানবজীবন বড়ই দুর্লভ,
কৃষ্ণ বড় দয়াময়             একাগ্রচিত্তে ডাকলে চরণে দেন আশ্রয়
         শ্রীগোলকধাম পাওয়া হবে সুলভ।