দূর অজানার পথ ধরে
এক সাথেই হাঁটতে চাই,
নীল সমুদ্রের তীর বেয়ে
এক সাথেই চলতে চাই।


জীবন নামের মহা কাব্যে
দু'জন হবো কবি।
জীবন যুদ্ধে জয়ী হয়ে
দুজন দুজনার হাতে তুলে দেবো বিজয়ের ট্রফি।


এক সাথেই চলতে চাই
এক সাথেই হোক মরন।
এক মুহূর্ত যেন কাঁদতে নাহয়
দুজন দুজনারে করে স্মরণ।


দূর সীমানার শেষ সীমাতে
ভাব হোক দুজনাতে,
স্বপ্ন আর সাফল্যের তরে
অপার মুগ্ধতা থাকুক দুজনার কথাতে।


একসাথেই চলতে চাই
হাতে রেখে হাত,
নীরবতার রজনী আর প্রবল ঝড়ের ভয়েও
একসাথেই হোক প্রতিটি প্রভাত।