কোনো এক ভোরে হুট করেই
চললাম বান্দরবানের পথে,
কুয়াশাজড়ানো ছিলো চারিপাশ
ভ্রমনটা ছিলো নির্জনতার রাতে।


চারিদিকে ঘন কালো কুয়াশা
পাতাগুলো শিশিরে শিশিরে ভেজা,
গা শিরশির হাওয়াতে
চাদর মুড়িয়ে নিচ্ছিলাম সে মজা।


পাহাড়গুলো কুয়াশায় ঢাকা
যেন পড়েছে কুয়াশার চাদর,
কচি পাতার গায়ে শিশিরফোঁটা
করছে আলতো আদর।


গাছেরো হয়তো বড্ড শীত করছে
তাই হাওয়া এলেই নুইয়ে পড়ছে।
পাখিরা দেরি করেই উঠছে
শীতের ভয়ে ফুলও যেন তার পাপড়ি গুটিয়ে  রেখেছে।


চেয়ে রইলাম অপলক দৃষ্টিতে
হৃদয় করছে উপলব্ধি ভোরের অপরুপ রুপ,
বোধ হচ্ছিলো আরো ক্ষনিক থাকুক এই ক্ষন,
সূর্যের উদয়ে যে ভোর হারায় তার স্বরুপ।