ছোটোবেলাকার অভ্যাস আমার
আবোলতাবোল লেখা,
যাই ঘটতো তাই লিখতাম
ডায়েরির এক পাতাও রাখতাম না ফাঁকা।


হঠাৎ এবার দেখা হলো
সেরা এক কবির সনে,
তার লেখা কিছু কবিতা মন কেড়ে নিলো
তাই লিখতে লাগলাম আপন মনে।


মনের কিছু আবেগ,
আর কিছু অভিমান,
কারো প্রতি ক্ষোভ আর
কাউকে দিতে তার প্রাপ্য সম্মান।


এই অনুভূতি প্রকাশে
জীবনে কবিতার আগমন,
লিখতে গিয়েই ছন্দের সৃষ্টি
ভাবিনি এসব হবে কারো মনোনয়ন।


কবিতা লেখা নয়তো সহজ
নয় তুচ্ছ ব্যাপার,
কারো উচিত নয় এটির অবমাননা করা
এটি ঈশ্বরের দেয়া এক উপহার।


কবিতা কারোর মনের অনুভূতি
কবি মনের প্রতিভা,
আমার মনের একটাই মত
ঈশ্বরের হাত ছাড়া কবিতার এক লাইনও পাবে না শোভা।