তোমায় নিয়ে কিবা লিখি নেই কোনো প্রতিভা,
      মাগো আমি নই কোনো কবি বা লেখিকা।
কি লিখব পাইনা অতো সাজিয়ে,
      কবিদের ন্যায় পারিনা অতো গুছিয়ে।


ছেলে মেয়েতে ছিলাম বড়,দায়িত্ব ছিলো অনেক।
মাথামোটা মাগো আমি, তাই পারিনিকো অতো শতেক।
দিতে পারিনি সুখ কভু দিয়েছি শুধুই দুঃখ।
জীবনে পারিনিতো মা উজ্জ্বল করতে তোমার মুখ।


চঞ্চল মন মাগো,রেগেমেগে বলেছি কতো কথা।
ক্ষমা করে দিয়োগো তুমি নিয়ো না মনে ব্যাথা।
আশির্বাদ করো তুমি ধৈর্য যেন করতে পারি ধারন,
তোমার নীতিগুলি সব জীবনে যেন করতে পারি অনুসরণ।


সরল বলে পেয়েছ কতো কষ্ট,
তবু তুমি ন্যায় হতে হওনি কভু ভ্রষ্ট।
মাকে নিয়ে লেখা হয়না কখনো শেষ,
কৃষ্ণ তোমায় কৃপা করুক অশেষ।


কৃষ্ণ তোমার মঙ্গল করুক,রাখুক তোমায় ভালো,
ভক্তিতে তোমায় মাতিয়ে রাখুক,জীবনটা করুক আলো।
শেষমেশ কৃষ্ণের কাছে চাই,
কৃষ্ণ যেন দেয় তোমায় তার চরনে ঠাঁই।