মামার বাড়ি আমার
সুদূর গ্রামের দেশে,
সবুজে শ্যামলে ভরপুর ছিলো
রাস্তার চারিপাশে।


বছরের প্রায় শেষ প্রান্তে
পরীক্ষা হতো শেষ,
নিয়ম করেই প্রতিবার
যেতাম মামার দেশ।


সেই চিরচেনা পথটি আমার
যাওয়ার সময় ব্যাকুলিত হতো প্রান,
কতো যুগ যুগান্তর ধরে যেন আসা যাওয়া
আত্মার সাথে সুপরিচিত সেই প্রিয় স্থান।


কাছাকাছি এলেই চেনা গন্ধটি পেতাম
আকুলতা বাড়তো মনে,
কবে দেখা হবে আমার
সেই আত্মার আত্মীয়দের সনে।


সুযোগ হলে কোনোসময়
যেতাম গ্রীষ্মের কালে,
আম, কাঁঠালে পরিপূর্ণ
গাছগুলো পড়তো ঢলে।


মামার বাড়ির শত স্মৃতি
রেখেছি খুব যতনে,
দুরন্তপনা,শীতের পিঠা, আড্ডা, হাসি,ঝগড়াঝাটি
পড়ছে আজ খুব মনে।


মামার বাড়ির অফুরন্ত আনন্দ
পাই না ফিরে এখন,
সেই ছোট্টটি আর নেই আমি
ব্যস্ততায় ঘিরেছে জীবন।