নারীদের নেই সাতন্ত্রতা
দেয় না কেউ মান,
মান পেতে যতই লড়ুক
ভাগ্যে জোটে শুধুই অসম্মান।


অপমান, অপমান,আর অপমান
নারী হয়ে জন্ম নেয়া কি পাপ?
দু-এক কুটিল নারীর কর্মে
কেন সব নারী জাতি ভোগ করবে অভিশাপ?


ভুল সবারই আছে,কেন তবে
পুরুষ ছাড়া পাবে?
ভরা সভায় কেন নারীর
দোষটাই মুখ্য হবে?


নারীদের নিয়ে হাজারো সমালোচনা
নেই স্বাধীন বিচরণের অধিকার,
বড় না হতেই পায়ে পড়ে শৃঙ্খল নতুবা হবে ধর্ষনের স্বীকার
বাইরে বেরোনো তাই বন্ধ যতই করুক হাহাকার।


নারী রক্ত-মাংসে গড়া মানুষ
তাদের ও আছে আত্মসম্মান,
নারীও পারে করতে উপার্জন
নারী চায় পেতে স্বাধীন প্রাণ।