কোন অচেনা রাজ্যে তোমার বাস?
সেথায় কভু যাই নি তো আমি।
না,তুমিও আমার বিচরণ স্থানে আসোনি।
তবে কেন মনে হয় হাজার যুগ ধরেই চিনি!
মন যখন আবেগেরে নদীতে ঢেউ খেলে,
তখন যেন তোমার পদচিহ্ন দেখি।
আমার আশেপাশে তোমার আনাগোনা উপলব্ধি করি।
এই বুঝি এলে?পাশে গা ঘেঁষে বসলে!
কল্পনার শহরে অমনি নিজেকে হারাই
এ আমি কোথায় আছি?
এ আমি যেন আর নেই আমিতে।
তোমার সাথেই গল্পে মন জুড়াই।
বেহায়ামিতে মন ডুবেছে তাই বার বার বলছি
আমি শুধু তোমায় ভালোবাসি, শুধু তোমায়।
তোমার আড় চোখের চাহনি তীক্ষ্ণ ছুরির মতো আঘাত করে আমায়।
এই জানো?আমি তোমার অপেক্ষার প্রহর গুনতে গুনতে সারা বিকেল পার করি।
কারন তুমি ছাড়া আমার আবেগ দমাতে আজ অবধি কেউ পারেনি।
একসাথে নদীর স্রোত দেখতে বড় স্বাধ জাগে।
তদ্রুপ ইচ্ছে হয় তোমায় প্রেমের স্রোতে ভেসে যেতে।
গ্রীষ্মের ক্লান্ত দুপুরে তোমার কাঁধেই পাই স্বস্তির নিঃশ্বাস,
ঘর্মাক্ত কপোলে চুম্বন এঁকে মন থেকে মুছে দিলে যেন বিষাদের সব অবকাশ।
বর্ষায় যখন কালো মেঘের ভেলা ভাসতে থাকে মনটা তখন শুধু তোমাতেই বিরাজ করে,
এ যেন তোমার সাথে আমার বৃষ্টি আসার অপেক্ষায় ক্ষণ গোনা।
দেখো! মেঘগুলো কি যেন বলতে চায় তোমায় আমায়!
তোমায় নিয়ে কাশফুলের বাগিচা দেখবো।
মনের খুশিতে ছুটোছুটিতে তোমার কোনো বারন থাকবে না।
তোমার হাতের আলতো স্পর্শ হৃদয়কে ছিন্ন করে দেয়।
এ আমি কোথায় আছি!!!
হাজার রাগ-অভিমান তুমি আদুরে স্পর্শ দিয়ে ভাঙাবে।
তোমার অবয়ব যেন চোখে ভেসেও স্পষ্ট হয়ে ওঠেনা।
এ কেমন তুমি! যে আড়াল থেকে আকর্ষিত করছো আমায়?


বিশেষ দ্রস্টব্যঃ-এটি নিছক কল্পনাপ্রসূত অনুভুতি।