স্বপ্ন কখনো হয় না পুরন,
হোক সে দিবাস্বপ্ন কিংবা রাতের স্বপন।
বুকের ভিতর তখন ই করে খা খা,
যখন অপূর্ণ স্বপ্ন চোখে এসে দেয় দেখা।


জীবনে দেখেছি কতো স্বপ্ন,
সব দিয়েছে দুঃখ আমায় হয়নি আর পূর্ণ।
চেয়েছি যা হতে,ভেবেছি যে স্বপন,
নারী বলেই সব হয়েছে বিসর্জন।


ঘুমটা নেই আজ চোখের কোণে,
হাহাকারের ঢেউ বইছে যে মনে।
মনটা আজ পরিপূর্ণ হতাশায়,
ঘিরে রেখেছে যেন ঘোর কালিমায়।


অপূর্ণ রয়ে গেলো কত স্বপ্ন আমার,
স্বাধ জাগে দেখতে নতুন স্বপ্ন পুনরায়।
স্বপ্ন পূর্ণ করতে বাঁধি বুক আশায়,
হয়তো এভাবেই একদিন নিতে হবে আমায় বিদায়।