অর্থ হয় দ্বিতীয় ভগবান
অর্থ জীবনের কূল,
অর্থই একমাত্র সম্বল,
আবার অর্থই অনর্থের মূল।


পেটের ধান্দায় সবাই পথে
কতো পথে করছে উপার্জন,
আয় হলেই খালাস
বৈধ-অবৈধ ভাবার কি প্রয়োজন!


অর্থের অভাবে দুয়ারে দুয়ারে
হাত পেতে করে কেউ ভিক্ষা,
অভাব বুঝিয়ে দেয় আপন-পর,
দিয়ে যায় অনেক শিক্ষা।


বিত্তশালী অর্থ দিয়ে
কিনে নেয় মান -সম্মান,
অর্থহীনের অপমানই জোটে
দেয় না কেউ তারে যোগ্যতার মান।


অর্থের পিছে ছুটে সবাই
ভুলে গেছে কে ভগবান,
নিজের উদরই শুধু করোনা পূর্ণ
ধর্মের কাজেও দিও কিছু দান।