অর্থ! অর্থ!আর অর্থ!
জগৎ আজ অর্থেরই সাম্রাজ্য।
অর্থ থাকতেই হবে নতুবা
সমাজ করে দেবে ত্যজ্য।


অর্থ আজ ভালোবাসার মাপকাঠি
ভালোবাসার অপশন,
অর্থ আর প্রতিষ্ঠা না পেলে
ছেড়ে যেতে দ্বিধা করেনা প্রিয়জন।


অর্থ আজকাল আত্মীয়স্বজনের
বাড়ায় আদর, আপ্যায়ন আর আতিথেয়তা,
প্লেট ছাড়া চা হাতে দিতেও সংকোচ নেই
হাসিমুখে বলেনা দুটো কথা।


অর্থ দিতে ব্যর্থ ব্যক্তির পরিজন সাথে
ভ্রমনের আনন্দ নেয়ার নেই অধিকার,
অর্থহীনের হাজারটা অনুষ্ঠানে মাথা নিচু হয়
তার যে নেই সামর্থ্য দিতে দামি কোনো উপহার।


অর্থ এখন স্বপ্ন দেখতে করে বারন
চাহিদা বাড়াতে করে মানা,
অর্থ বিনা সব অসম্ভব
ঘুষ ছাড়া আজকাল চাকরি যে হয়না।