গগন মাঝে উদিত হলো পূর্ণ চন্দ্র
আজ পূর্ণিমার মহালগণে,
হৃদয় মাঝে শিহরণ জাগিছে
প্রফুল্লচিত্তে ধেয়ে আসি তাই ক্ষণে ক্ষণে।


আকাশ পানে হাজারো তারার মেলা
একলা চন্দ্র হয়ে আছে সবার দৃষ্টিগোচর,
তারাদের ঝিকিমিকি নজর কাড়ছেনা আজ
পূর্ণিমা বিনা এ রুপ দৃশ্যমান হয় না সচরাচর।


উজ্জ্বল দীপ্তিমান মধুময় প্রভা
অতি মনোহর সুশীতল ছায়া,
বিধাতার অপার মহিমান্বিত সৃষ্টি
যার আলোতে জুড়ায় সারা কায়া।


পাহাড়ের কোল ঘেঁষে ভেসে উঠে
যেন সেথায় তার বাড়ি,
এক নিমিষে বোধ হয় মেঘেদের সাথে দৌড়োচ্ছে
দিচ্ছে সাগর পাড়ি।


নিশ্চুপ আকাশে একলা বসে
আলোকিত করছে ভুবন,
তার কাছে সব তুচ্ছ যত আছে
কৃত্রিম আলো বিজ্ঞানীদের সৃজন।


বিন্দু বিন্দু নিয়ে গড়া
পূর্ণিমাতে পায় পূর্ণতা,
লক্ষ লক্ষ নক্ষত্রের মাঝে
চন্দ্রেরই আছে এরুপ স্বাতন্ত্র্যতা।


যার পানে বিস্ময়কর নয়নে তাকাতে নেই দ্বিধা
তার নেই কোনো তেজোময় দীপ্তি,
বিশ্ব জগৎ তার সমতুল্য তুলনা দিতে অক্ষম
সেই চন্দ্রের গায়েই আছে এমন মধুর তৃপ্তি।