বিয়ের কয়েকবছর পার হলো।
তাও ভেতরের আবেগ যেন বসন্তের হাওয়ার মতো দুদিন পর পর দোলা দেয়।
তখন তাকে বললেম কেন বলতো?কেন আমার এমন লাগে?


তোমার সেই হাওয়ায় আমিও ভাসতে চাই!


ধুর! বলোই না!


যৌবনে এমন ঢেউ আসেই।


গালে হাতটি দিয়ে তাকালাম সবেমাত্র।
অমনি তুমি তাকিয়ে আমায় লজ্জায় ডোবালে।
এত বার তাকিয়োনাতো!


মন যে চায় সারাক্ষন এভাবেই চেয়ে রই তোমার পানে!


জানোতো!তুমি মাঝেসাঝেই ভুল বোঝার সাগরে ডুবতে থাকো সেই প্লেন টা কার?
এই আমার হুম!
ইচ্ছে করেই রাগ টা বাড়াই। হয়তো নিজের,,, নয়তো দুজন মধ্যেকার,, এতে না, কি হয় জানো?
আকর্ষন টা এতই বাড়ে যে নিজে নিজেই হাসতে পারি।


হুম!তাই বলো......
তবে আমার বেশ লাগে। সেই রাগি চেহারায় প্রেম প্রেম হাসিটা যে আমি বড্ড ভালোবাসি।


তুমি আমি সর্বক্ষন ঝগড়া-ঝাটি আবার ভালোবেসে পাশাপাশি থাকি বলে লোকে আমাদের বেহায়া বলে। কি লজ্জায় না পড়ে যাই তখন!!!
যে যাই বলুক! তুমি -আমি পাশাপাশি আছি, রইবোও চিরকাল এভাবেই। কি বলো?


এই রাখলাম হাতে হাত।এভাবেই রইবো চিরটাকাল।