*****-****-****-******-****-**
আমাকে একটা চাকরি দেবেন?
চাকরিটা আমার খুব দরকার।
জীবনের ত্রিশটি বছর পেরিয়ে গেছে চাকরি খোজার তরে,
বাবা আমার মুখের দিকে তাকিয়ে একটু একটু করে
জীবনের যত সঞ্চয় ছিল দিয়েছে উজাড় করে।
মা সারাক্ষণ এ পাড়া ওপাড়া করে জানিয়ে এসেছে-
আমার খোকা চাকরি পাবে,খুব বড় চাকরি পাবে।
বাবা যখন চায়ের দোকানে যায়, সকলে তখন বলে-
তোমার ছেলে চাকরিটা পাবে কবে?
বাবা মাথা নিচু করে- বলে গেছে কত বার
চাকরিটা ও নিশ্চয় পাবে,সবুর করো না সবে।
কিন্তু-
বাবা তো জানেনা,  চাকরি এখন টাকায় বিক্রি হয়,
ইন্টারভিউ বোর্ডে প্রতিদিন এই গরীবেরই পরাজয়।
মা তো জানেনা খোকা তার রাতে ডুকরে ডুকরে কাদে,
প্রতিদিন কত স্বপ্ন যে তার ভেঙেছে টাকার ফাঁদে।
বাবা এখন ঋনের বোঝা মাথায় নিয়ে বিনিদ্র রাত জাগে,
মা আর এখন পাড়ায় যাবেনা, চাকরি না হলে আগে।
আমাকে একটা চাকরি দেবেন?
চাকরিটা আমার খুব দরকার।।
কেউ ভালো বাসতে বাসতে- অপেক্ষা করতে করতে
মুখ ফিরিয়ে নিয়েছে,
মিথ্যে বলতে বলতে তার কাছে আজ আমি মিথ্যুক।
স্বপ্ন দেখেছিলাম দুজন দুজনার হাত ধরে,
সারাটি জীবন কাটিয়ে দেব।
সে সবের কিছুই পারিনি বলে,
সেও আমাকে স্বার্থ পর বলে,দুরে হারিয়ে গেছে।
কিন্তু-
কেউ যা জানেনা, সেসব আমার মাথার বালিশ
জানে;
কতো ফোটা জল ঝরে গেছে চোখে সেই'ত রেখেছে গুনে।
বাবা অধীর আগ্রহে বসে আছে,
বলেছিলাম চাকরিটা এবার আমার হয়ে যাবে।
মা আমার, কাঁদতে কাঁদতে বলেছিল
সবাইকে এবার বলতে পারব,
আমার খোকার চাকরিটা হয়ে গেছে।
কিন্তু -
কেউ যা জানেনা, সেসব আমার মাথার বালিশ জানে,
আমার জীবন ভরে গেছে আজ ঘৃনা আর অপমানে।
চাকরিটা আমার হবেনা সে আমি জানি,
বাবা আর মা হবে শুধু অপমানই!
বাবা মা যদি অপমানই শুধু হয়!
সেটাই হবে  মোর জীবনের সবচেয়ে পরাজয়।
আমার এখন, একটা চাকরি খুব দরকার,
আমাকে একটা চাকরি দেবেন?


২/১১/২০১৯