অবুঝ দুটি শিশু,
খেয়া ঘাটের তীরে
কাঁদে আর শুধু গড়াগড়ি দেয়
শুকনো বালুর পরে।
আর ডাকে শুধু মা মা বলে
যাসনে আমায় ছেড়ে।
আমরা আর দুধ খাবো না মা,
আমরা আর ভাত চাবো না মা,
আমরা আর মারামারি করবো না
তুই যা বলবি আমরা তাই শুনবো,
তুই আমাগের থুয়ে যাসনে মা।
ওমা মা আমাগে থুয়ে যাসনে মা।
কে কার কথা শোনে
নয়া নাগরের হাত ধরে মা
উঠিছে নৌকা পরে,
আপন শিশুর কান্না দেখিয়া
অট্টহাস্য করে।
বাবাটি তাদের গত হয়েছে
মাস দু তিনেক হবে,
ওদের তো আর রইল না কেউ
স্বার্থপর এই ভবে।
যখন ছাড়িল খেয়ার নৌকা
ওরা যে উচ্চস্বরে
মা গো মাগো বলে ডাকে আার কাঁদে
দুজনারে বুকে ধরে।
একটু দুরে যাইতে নৌকা
ওরা যে নামিল জলে
ওদের অশ্রুধারাও তখন
মিশিলো নদীর জলে।
যতক্ষন দেখা গেল নাওখানি
চোখ না ফিরিল ওদের,
জন্মের মতো হারালো ওরা
মায়ের মধুর স্নেহের।
তার পর থেকে সন্ধ্যা সকালে
আসতো মায়ের খোঁজে,
জানেনা ওরা আসবে না মা
ফিরিয়া ওদের কাছে।


৩/১১/২০১৯