কি সাধ্য আমার     সাধন ভজন
      নিজ গুণে তুমি    করহ উপায়,
তোমার চরণে      করি মা প্রণতি,
       সদা আবেদন       করি হে মিনতি,
মানুষ কর গো      অমানুষ যত
      স্বকরুণ সুরে ডাকি মা তোমায়।
সংসার যাতনা     দাও মা ঘুচিয়ে,
    শোক বারিধারা     দাও মা মুছায়ে,
তুমি না মুছালে     কে মুছাবে অশ্রু
       জগৎ জননী   তুমি প্রেমময়।
কেহ গৃহহারা      কেহ পথহারা,
        ভ্রান্তির ছলে     কেহ সর্বহারা,
সর্ব  ব্যাথাহারি      তুমি মা জননী
         লহ কোলে তুলে     দাও পদাশ্রয়।
দাও সকলের      শ্রদ্ধা-ভক্তি-জ্ঞান,
         সু-শিক্ষা দীক্ষা     কর তুমি দান,
সকল আদর্শ      তোমাতে নিহিত
        সর্ব কৃপামায়ী       তুমি হে নির্ভয়।
কু-পুত্র তোমার      সু-পুত্র কর হে
         দূর্জনে শাসন     সুজনে রাখ হে,
কু-পুত্র মায়ের         অনেক হয় মা
        কু-মাতা কখনও          কভু'ত  নয়।
শ্রান্তি, ক্লান্তি           ভ্রান্তি নাশিনী,
        শান্তি দাও মা           শান্তি দায়িনী,
তোমার করুনা           কর বিতরণ
        সদাই রাখিও           স্নেহের ছায়ায়।
পরম প্রেমের         পরমা প্রকতি,
       সকল সৃজনে       তোমার আকৃতি,
সকল রুপের           মহিমা মোহিনী
      পুন্য কর মা           সকল হৃদয়।।


১৩/০২/২০১৫