এত বলি লোচন বাবু একটু পড়তে দেন,
উনি বলেন দুঃ বোকা আর একটু ঘুমিয়ে নে।
আমি বলি অনেক পড়া পড়তে আমার হবে,
উনি বলেন পড়েশুনে কি করেছিস কবে?
আমি বলি জন্ম থেকে রয়েছো তুমি পিছে,
এখন কেন পড়শোনার হিসাব চাইছো মিছে?
উনি বলেন এত পড়ে কি করেছিস বল?
শুধু শুধু রাত্রি জেগে ঝরাস আমার জল।
আমি বলি ভালো ভাবে পড়তে যদি দিতে-
তবে তো আর,ভুগতাম না-পড়ার অপুষ্টিতে।
এতই যদি পড়তে দিতে সকাল থেকে রাত-
আমার কাছে বিজ্ঞানীরাও হতই কুপোকাত।
উনি বলেন দুঃ দুঃ হাঁসাস নে আার মিছে
তা হলে কি বাঁদরেরা ঝুলতো গাছে গাছে?
শিয়াল কি আর বাড়ি ছেড়ে ঘুরতো বনে বনে?
বলিস না আর ওসব কথা ঝিম ধরে যায় কানে।
আমি বলি মন প্রান দিয়ে পড়তে যখন বসি
তখনই তো ঘুম লেগে যায় কর গড়িমসি।
এসব কথা বললে -তোমার এত হাসি পায়!
নিজের দোষ নিজে হাসো শরম তো আর নাই।
উনি বলেন বাজে কথায় রাগাস নে আর মোটে
তবেই কিন্তু ঘুমিয়ে যাব শাটার দুটো এটে।