আমি শুধু থেকে গিয়েছি আমার সাথে।
সবাই এসেছে, চলে গিয়েছে নিজের মতো করে।
শ্বেত শুভ্র ছোঁয়া রেখে দিয়ে,
বাস্তবের রাস্তা একাই হেটেছি আমি-
একটি জীবন ছেড়ে অন্য জীবন কাটিয়েছি ,
প্রত্যেক জীবনে কেউ না কেউ সমর্থন করেছিল।
কিন্তূ কেউ থাকেনি সাথে
আমার তৈরী রাস্তায়।
ঝড় তুলেছে কখনও বুকের ভেতরে,
নিঃশ্চুপে চোখের জল খুঁজে নিয়েছিল জায়গা।
থামতে পারিনি আমি , এগিয়ে গিয়েছি সূর্যের দিকে
শুধু আমি।
অন্ধকারে কখনও খুঁজে দেখেছি অনেক তারা র আলো।