এতো টা,  না-বদলালেই বোধ হয় ভালো হতো ।
সেদিন বৃষ্টি সেজেছিল তোমার কারণে
কোথাও কালো মেঘ রোমাঞ্চিত করেছিল তোমার মনে ,
রূপকথা রা ছুটোছুটি করতো গল্পের বই ধরে -
সেদিন দই- ওলারা ডাক দিয়ে যেত আমলের ঘরে ঘরে।
সেদিনের কাঁশফুল হারিয়ে গেছে উন্নতির ভিড়ে
কত পাখি, আর বসে না আমাদের মাগুরমারির তীরে।
তোমাকেও পায়না বৃষ্টি, সাজবে কি সে ,-
আগের মতো সুন্দর বলে তুমিও ডাকোনি যে,
ঠাঁইহীন রূপকথারা , দেখছে তোমার লড়াই কঠিন -
দৌড়োচ্ছ তুমি হিসেবের খাতা হাতে, সকাল- রাত্রি -দিন।
ভয়... পাছে অন্যে এগিয়ে যায় তোমায় ফেলে- সুযোগ পেলে।
রূপকথারা দেখছে , সমস্ত পৃথিবী দৌড়োচ্ছে উর্দ্ধশ্বাসে।
জন্মেছে যে , তাকেও রাখেনি অবকাশে !!
উৎকর্ষতার বিচারে পিছিয়ে গেছে সময় !--
এগিয়ে গেছো তুমি -তোমার সঞ্চয় ,
খরচ হয়ে গেছে সেই চড়ুই পাখি-
তোমার ভেতরে যে করতো উঁকি-ঝাকি
সেই ইন্দ্রজাল , সেই বিজ্ঞানের ডাকা-ডাকি।
তবু খরচ কম,  বাড়ছে সঞ্চয়- রক্ত ক্ষরিত বুকে তাই মনে হয়!!
উন্নতির ছোঁয়া চারদিকে, যেদিকে তাকাই বদলে যাচ্ছে কতো !!
উন্নতির ভিড়ে কখনো যদি আসে মনে-
এতো টা,  না-বদলালেই বোধ হয় ভালো হতো।।