যন্ত্রের সাথে স্বাচ্ছন্দতা অনেক বেশি ,
ঘণ্টার পর ঘন্টা সময় কাটাতে পারি-
নিজেকে ভুলিয়ে রাখি।
মানুষের সাথে দূরত্ব বাড়ছে।
ভয় হয় কারো দিকে তাকিয়ে
সন্মান হানীর।
সন্দেহ হয় গোপনে --কত কথা আবদ্ধ আছে মনে।
অনেক-কে বিশ্বাস করতে চেয়েছিলাম,
চরিত্র নেই আজ।
ক্লান্ত আজ মানুষের সাথে -
হারাতে ইচ্ছে করে আজ -মাটির সোঁদা গন্ধে
উঁইপোকা মলাট বইয়ে, তারা-দের রাতে।
যন্ত্রের কাছে বসেও কাছে পেতে ইচ্ছে করে এক মুখ
যার মধ্যে স্বচ্ছতা,
যার সাথে ভয় থাকবে না ,
সম্মানহানী র ব্যাথা থাকবেনা
একটি চরিত্র চাই।।