ঈশ্বরের এসেছে শ্রেষ্ঠত্ব প্রমানের লড়াই-
মানুষের নাকি প্রয়োজন পড়েছে তাই।
সে কারণেই এক সুন্দর রাতে
বংশী , ডিরোজারিও , নবীদুল রা, অস্ত্র তুলে নিয়েছে হাতে।
একদিন যে পথে- আমার দূর্গা ঠাকুর আর মহরম -পেরেছিলো এক হতে,
আজ মানুষের, লাল- কালো- সব রক্ত পড়েছে ওতে--
অনেক কষ্টে সঞ্চিত- আগুনের দাবানলে ভষ্মীভূত।
হিন্দু না মুসলিম না  ইসাই - আজ একমাত্র পরিচয় তাই।
মানুষ নিচ্ছে মানুষের রক্ত, তাঁর ঈশ্বর- ই  শ্রেষ্ঠ কবুল করা চাই ,--
হায় ঈশ্বর, তোমার জন্য মানুষের রক্ত, আর নেবে কত ? !
তবু যদি এ লড়াই তোমায় করতে হত ?
বোকা করে রেখেছো -
আজব খেলায় মেতেছো।
মাতৃ গর্ভে সন্তান- অন্ধকারে পেয়েছে তোমায় -
দিনের আলোয় যে সে , মাতৃ গর্ভ লুট-তে চায়।।