মা,
তুমি তো শিখিয়েছিলে আকড়ে ধরতে,
গেছে যে ছেলে, সংসার ভুল পথে।
ভেঙে পরার সম্মুখে যখন-
তোমার চোখে মুখে এক অদ্ভুত বিশ্বাস তখন,
তিলে-তিলে গরছিলো সংসার।
ধীরে ধীরে আমরা দাড়িয়েছিলাম আবার।
মা,
সেই শিক্ষার রক্ত আজ আমাদের বুকে।
ভেঙে পরছে জাতি, ভেঙে পরছে দেশ,
যেদিকে তাকাই মূল্যবোধ শেষ,
কিন্তূ তোমার শিক্ষায় দেখো আমরা দাড়িয়েছি আজ রুখে।
দেবোনা ভাসতে জলের তরে-
আসবো না পিছু সরে,
আকড়ে ধরবো সবাইকে , আকড়ে ধরবো পথ,
একটু একটু করে মুছবো রক্ত ক্ষত।


মা,
তোমার সৃষ্টি সুন্দরে- তোমার সৃষ্টি বিনাশের মাঝে,
তোমার দেওয়াই  শক্তি জাগে প্রতি মানুষের কাছে।।