ক্লান্তি ঘিরেছিলো আমায়
ভারাক্রান্ত দেহে, অবসাদে
সূর্য ঢেকেছিলো মুখ। নিশুতি ছায়ায়
কালো ঘন মেঘে। আসেনি প্রভাতে।
আর চলতে চাইছেনা যেন
এক কৌটার মাঝে,  সব কিছু বদ্ধ
চারিদিকে নেই হেল-দোল, সব হয়েছে স্তব্ধ
কেউ নাই কাজে। তারা অদৃশ্য এখনো।
মন খুঁজছিলো দীর্ঘ অবসর- সব কিছু নিয়ে,
চোখ পড়লো এক শিশু র পর - গেছিলো আমাকে দিয়ে।
চঞ্চল উদ্ভ্রান্ত চোখ ইচ্ছে অনেক তার
শুনলাম বলছে -হোক শুরু হোক- সময় নেই আর -
ছুড়ছে কেবল ই শরীর শূন্যতার মাঝে
নেই কোনও অভিযোগ প্রকৃতির কাছে।
বয়স অসহায়- তবুও তাকায় -কত কাজ যে বাকি এই পৃথিবীতে ,
চিৎকারে সে তারই জানান দেয়,
মনে হয়-  দিয়েছি কত , হাতে যে সময় অল্প এতো
নিক না আমার সব যদি নিয়ে নেয়।
মনে হলো বলছে শিশু " আরও যে আছে নেওয়ার",
আমারও মনে হলো , আরও যে আছে দেওয়ার।
বিষন্নতা ছেড়ে দাঁড়ালাম ধীরে
মুহূর্তে সব কিছু কেবলই সুন্দর
আমার চারপাশে,
নতুন ভাবনা যতো আবার জাগলো ফিরে ফিরে
তেমনি নতুন আলো এলো আমার পর
গন্ধ ছিলো তারই আকাশে - বাতাসে।।