তোমাকে যে রূপে চেয়েছি দেখতে
যে রূপে দিয়েছি সাজ ,- তুমি আসো
সেই রূপ ধরে, নিজেকে দাও তুলে আমার
মতন করে।
এতো কল্পনা, এতো রং তুমি ,-
দিয়েছো আমার ভিতর ভরে !
আমি যে আগেও দেখেছি তোমায়,
আমার ভীষণ আপনজন,
শ্বাসে শ্বাসে রেখেছো বেঁধে জড়ায়
খোলা সমস্ত কোন।
শান্তি গন্ধে মন মজে আমি তোমার বুক হতে-
তোমার ছায়ায় করছি বিচরণ চলার পথে পথে.।।