কোল থেকে ছিটকে গেলো আরও এক জ্যোতি।
বিশ্বাস করো
তোমার জন্য  যায়নি থেমে , সময় এক রত্তি।
শুধু একটি গর্ভ করে যাচ্ছে চিৎকার,
চিরন্তন বদ্ধ "আবেশ"-
তুমি কেবল একটি গল্প দিতে পেরেছো মাত্র , আর
প্রসব বেদনার আনন্দ কে শেষ।
কে দোষী -কে নয়-তুমি কি ভাবছো আজও ?-
নিস্কৃতি পেয়েছে তারা?।
মূল্যহীন জীবন ছেড়ে বহুদূর চলে যাও ,
কত সহজে বাধন-ছাড়া।
বাঁচাতে পারতো যারা , তাঁরা ছিল উদাসীন -
বন্দি অন্ধকারে-যেখানে পড়েনি আলো কোনোদিন ,
ছিনিয়ে নিলে নয় মাসের স্বপ্ন, ছিনিয়ে নিলে একটি প্রাণ-
তোমরাই তো পারো করতে, সহজ অপমান।।