ভারতবর্ষ , তুমি পৃথিবী আমার
আমি তোমার কাছে পেয়েছি এসে বিশ্ব রূপের বাহার।
তুমি মরু , তুমি সমুদ্র
তুমি শান্ত বিছানো ঘাস , তুমি রুদ্র
পাহাড়ের মতো তুলেছো মাথা আকাশ মিলন পথে।
যদিও আমার অন্য ভাষা , আলাদা আমি অন্য মতে
তবুও আমি মেলাই পা বিশ্ব দরবারে।
তবুও আমি ভারতবাসী
তোমার দুঃখে আমিও ভাসি ,
তোমার গর্বে গর্বিত আমি
তোমার-ই পতাকায় পরিচিত আমি-
আমি তোমার বুকেই দেখতে চাই , আমায় বারে - বারে। ।