জানি, আমার কবিতা একদিন পড়বে কিছুজন
         তাই দিয়ে গেলাম পাতায় সময় কিছুক্ষন,
         আমি শুধু গেলাম লিখে , হে ভক্ত তোমার   জন্যে
         হলো না আর এবারে দেখা , ভক্ত তোমার সঙ্গে।
          আমার সমাজ নিয়ে খুঁজে আমার বিছানো লেখায় ,
           এর চেয়ে বেশি হলো- না দেওয়া, এ আমার অসহায়।


জানি ,   ভালোবাসা ছাড়া সেদিন থাকবে-না কিছু আর
           তোমরা হবে ফুলের মতন , জোৎস্নায় ভরবে আধার
          থাকবে-না ঔদ্ধত্ব -থাকবেনা ফরমাস- রবে না অহংকার-
           মাতবে পৃথিবী একটাই সুরে, দিগন্ত জুড়ে  খোলা দরবার।


জানি ,   তোমরা হবে রাজার মতো, বাঁচবে রাজার মতো-
           হিসেবে-নিকেশ তাপ -উত্তাপ করবে মাথা নত।


জানি ,   তবু তুমি পড়বে আমায় , খুঁজবে আমার ব্যথা
           তোমার জন্য ভক্ত আমার দিলাম কিছু কথা।
           এই সমাজ ভগ্ন পরে , তোমার সমাজ উঠবে বেঁচে
           সাহিত্য রূপ ধরে।   থামবে সেদিন ওপরে ওঠা
           অন্যকে শেষ করে।
           সুরের হাওয়া বইবে কেবল - বসন্ত চারিদিক
জানি ,   একবার সেদিন পড়বে মনে ,  আমাদের চিহ্ন ঠিক।।