মৃত্যুর সাথে বাস করছি আমি
আমার মধ্যে তার -পাকা অধিকার।
প্রতিদিন জয়ের চিহ্ন রাখছে সে
আমি জানাই আমার জীবন-কে ,
জীবন-কে আমি ঢেলে , দিয়েছি আমাকে মেলে
প্রতি মুহূর্ত স্বাদ আমার ভিতরে ভরপুর,
প্রতি মুহূর্ত চোখ , সৌন্দর্য খোঁজে কত-কত দূর।
জানি , মৃত্যু ঘনিয়েছে ছায়া
একটু-একটু করে করছে গ্ৰাস মৃত্যুর মায়া।
আমি যে নিজেই দিয়েছি ঠাই , নিশ্চিন্ত তাই
নিশ্চিন্ত , একদিন  মিশে যাব  পৃথিবীর বক্ষ-গহ্বরে
মৃত্যুকে যতনে আমি ,  রেখেছি আমার ভেতরে -ধরে।।