দেখা হয়নি তোমার সাথে
তোমার লেখা কবিতা কেবল আমার হাতে,
চিনেছি তোমাকে এমন করে
কল্পনায় এঁকেছি তোমায় মনের পরে ,
এমন করে চিনেছি -জেনেছি তোমায়
যেমন করে তুমি দিয়েছ তোমায়,-  পাতায় পাতায়।
আমি জানি , আমি -ই যে  তোমাকে চিনি কেবল
আমি যে  ছুঁয়েছি তোমার অন্তরের তল-
হৃদয় নিঙড়ে , পড়ছিলো যে রক্ত-ক্ষরণ
অক্ষরে অক্ষরে , আমি পেয়েছি সে আলোড়ন আমার
ভেতরে ভেতরে।
তুমি থাকো , এমনি করে রোজ এসো কবিতায় -
আমি যে সারা-দিন থাকি বসে , না জানি কি অপেক্ষায়।।