আমার মন আজ মেতে , শারদিয়ায়
যা করত কটাক্ষ আমাকে-
আজ তারও মাঝে আনন্দ দেখি আমি।
অন্ধকার রাত , চলছে সাজ- ভোর হওয়ার অপেক্ষায়,
আমি ঘুমোই-নি রাতে-
চঞ্চল মন, তবু চুপ -তবু স্থির, কান খোজে আকাশবাণী।
কতদিনের অপেক্ষা-কে মুছে, আসে সে সময় ,
"মা-দূর্গা"-র  আবির্ভাব-
দিকে-দিকে শুনি শঙ্খধ্বনি, আজ  মহালয়ায়
বাজছে শাঁখ, বাজছে কাসর-মাতোয়ারা মন দৌড়োয় দিগন্ত- ময়।
এ যে "মা"য়ের  প্রতাপ-
আকাশ যেন আলিঙ্গনে নেমে আসতে চায় ,
এ যে "মা"য়ের রুদ্র-স্বভাব-
আর নয় , এবার উৎসব, এই পৃথিবীর বুকে শুধু উৎসব,
সকলি নিয়েছে তুলি আর রঙ্গ সকলি দেখবে বিশ্ব-বৈভব।
স্বর্গ আজ আসবে নেমে- মাটির ধরণী-তলে-
আমরা মিলাব গলা আর জড়াবো প্রাণ-আকুল বিহ্বলে।।