( "রবি ঠাকুরের " ' ছোট গল্প ' অনুসারে ।


"মা"এর প্রতি--
           'মা, কান দাও কেন বৌ-এর  কথায় ?
          বুঝতাম যদি থাকতো উপায়
         তোমার সময়ের হলে, রক্ষে থাকতো না আর    
         জানে ? কিভাবে তৈরী হয়েছে আজকের সংসার
তোমাদের-ই জন্যে আজ ফিরেছে হাসি, এই বাংলায়'।


"বৌ" এর প্রতি--  
            ' এস তো তুমি একটু তফাতে
             মা-শুনতে না পায় যাতে।
             আচ্ছা মা-র কথা কেন ভাবছো দিন-রাত্রি ?
              তোমরা-ই তো আজ যুগের সহ -যাত্রী।
              পা-মিলিয়ে ছুটছ , তাই তো এত প্রগতি !
              সে-কালের মানুষ, বুঝবে  কি -এক-রত্তি'।


" ঊর্ধতন" এর প্রতি--    
           'স্যার, আপনি ছাড়া আমাদের কি আছে গতি?
           আপনি এই কোম্পানি-র এক মহান মহারথী!
           আপনার কথা শুনবে-না? কে আছে এমন।
           স্যার আজ কিন্তু
           তাড়াতাড়ি বাড়ি যাওয়া-খুব প্রয়োজন'।


" গাড়ি চালক" এর প্রতি--
              ' ভাই একটু চালাও না তাড়াতাড়ি ,
                আহা, রাগছ কেন? -
               তোমার মত ভালো কে চালাবে গাড়ি'।


"বিক্রেতা" র প্রতি--  
          ' এই যে আছো কেমন ভাই?
           এই, একটু কমে কিনতু আজ বাজার-টা  চাই'।


"বাড়ি" র প্রতি--    
' যাক হয়েছে সব, এবার 'মা 'আর 'বৌ' আরাম পাবে-
    বাড়ি-র বাকি কাজ , পৌঁছে সামলানো যাবে'।


  ( উফ আর পারছিনা আমি, ক্লান্ত )


"নিজের" র প্রতি --      
          ' তোর মত মানুষ এত সহজে মানবে হার?
           আশে -পাশে তোর মত কি কেউ আছে আর।
           পারবি তুই ঠিক,
            এতো কিছুই না-
            আগে কত সামলেছিস চারি-দিক'।।।---