( পেপারে পড়ছিলাম cinema র মত অনেক         বহুদিনের দাম্পত্য জীবনে বিচ্ছেদ      
আসছে , অনেক খবর পড়লাম, যেটা বাঞ্চনীয় নয় ).
          --- তার ওপরে এই প্রয়াস----


স্ত্রী-র প্রতি :   শতরূপা , তোমার কথা খুব মনে পরে--
                 পঁয়ত্রিশ বছর, আমাদরে বৈবাহিক জীবন,
                  গত-বছর বিচ্ছেদ।   অবসান।
         তোমাকে কখনোই হয়তো পাইনি নিজের করে--
                 কোথায় যেন একসূত্র পেলো- না মন,
          জানি শতরূপা , তুমি অনেক সয়েছো অপমান। কানাইদা বলেছিলো অনেকবার - শোনা হলো না আর।
                ছোট ছোট এতো দিনের স্মৃতি সঞ্চিত ,
      নিঃস্ব হয়েছি তাতে , সব যে তোমার হাতে গচ্ছিত।
                       শতরূপা তুমি আছো কেমন ?
   এটুকু জানলেই হবে , তাই কাল গিয়েছিলাম আশ্রম।
   আচ্ছা,ধর যদি প্রতি সন্ধ্যায় আমরা মিলতে পারি ??-
       বেশি নয়,তোমায় ছেড়ে দিতাম খুব তাড়াতাড়ি।


স্বামীর প্রতি:
       সকালেএকটু হাট তো ? নাকি ওঠো না ভোরে ?--
                তোমার যেমন ভুল মন,
                হয়তো খেলেই না সারাদিন।
আচ্ছা পায়ের ব্যাথা আর কষ্ট দেয় নাতো তেমন করে?
       ভালো লাগেনা, কিযে করলে তুমি সারাটা জীবন,
    শোনো , শেষ কটা দিন, একটু থাকো তো চিন্তা হীন।
বাবান আর মানি - তোমার খবর নেয়, তা আমি জানি।
        আচ্ছা, আমার সব ছাদের গাছগুলি,  জল পায় ?
সেই নিয়ে তোমার কি রাগ, আজ মনে পরে হাসি পায়।
  আর শোনো , ঠান্ডা লাগবেনা একদম , শীত পড়ছে ,
           তোমাকে নিয়ে ভয় হয়, চারিদিকে যা হচ্ছে।
         শোনো, আর নয় ,আমাকে যেতে হবে এবার,--
তুমি অনুরোধ করছো ?
                         কাল বিকেলে এস কিন্তূ আবার।।